রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশের বাইরে আ.লীগ কী করছে, নজর রাখছে সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

দেশের বাইরে আ.লীগ কী করছে, নজর রাখছে সরকার: প্রেস সচিব

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে সরকারের কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১০ আগস্ট) মালয়েশিয়া সফর উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের অফিস বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে যা কিছু করুক, সরকার সেটি মনিটরিং করছে।


বিজ্ঞাপন


ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে সম্প্রতি বিবিসিতে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এই তথ্য জানান। তিনি বলেন, দেশের বাইরে আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম সরকারের নজরদারির বাইরে থাকবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বডি ক্যামেরা কেনার পরিকল্পনা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সরকার সেটি নিশ্চিত করছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর