শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যোগ না দিয়েই বাদ শাকিল, মৎস্য ও প্রাণিসম্পদের নতুন সচিব আবু তাহের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

যোগ না দিয়েই বাদ শাকিল, মৎস্য ও প্রাণিসম্পদের নতুন সচিব আবু তাহের
যোগ না দিয়েই বাদ শাকিল, মৎস্য ও প্রাণিসম্পদের নতুন সচিব আবু তাহের

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে এস এম শাকিল আখতারকে নিয়োগ দেওয়া হলেও, তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নিতে পারেননি। নিয়োগের প্রায় আড়াই সপ্তাহ পর হঠাৎ করেই তাকে সরিয়ে দিয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবেদ। তাকে এই পদে পদোন্নতি দিয়ে বুধবার (২০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


বিজ্ঞাপন


এর আগে ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছিল সরকার। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের আপত্তির কারণে তিনি যোগদান করতে পারেননি। এ বিষয়ে সরকারি মহলে নানা আলোচনা চলছে।

আরও পড়ুন

উপদেষ্টার চাওয়া ভিন্ন, নিয়োগ পেয়েও যোগ দিতে পারছেন না মৎস্য সচিব!

দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়টির দায়িত্বে পূর্ণ সচিব না থাকায় প্রশাসনিক কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছিল। গত বছরের ২৯ ডিসেম্বর সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনে সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন সচিব আবু তাহের মুহাম্মদ জাবেদ একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে পরিচিত। ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। দায়িত্ব বুঝে নিয়ে তিনি কীভাবে মন্ত্রণালয়টির কার্যক্রম এগিয়ে নেন, তা এখন দেখার বিষয়।


বিজ্ঞাপন


এদিকে, শাকিল আখতারের পদে যোগ না দেওয়া এবং তাকে বাদ দেওয়ার ঘটনা প্রশাসনে এক ধরনের অস্বাভাবিক নজির হিসেবে দেখা হচ্ছে। যদিও সরকারি কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর