সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

Kill
বনানীতে সিসা বারে হত্যাকাণ্ডের ঘটনার একটি দৃশ্য। ছবি- ঢাকা মেইল

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে রাহাত হোসেন রাব্বীকে (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে র‌্যাব সদর দফতরের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।  


বিজ্ঞাপন


Kill2

র‌্যাব জানিয়েছে, সম্প্রতি বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে সেই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা হয়। কিন্তু আসামিরা পলাতক। তাদের মধ্যে দুজনকে শুক্রবার কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।  

আরও পড়ুন: বনানীতে সিসা বারে তিনজনের দেড় মিনিটের কিলিং মিশন!

নিহত রাব্বি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। পুলিশের ধারণা, আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে দেখা গেছে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের সিঁড়ির কাছে রাব্বীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 

Kill3

পুলিশ জানায়, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাব্বিকে পেটে ও পায়ে ছুরিকাঘাত করেন তার পূর্বপরিচিত কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র দেড় মিনিটের ওই কিলিং মিশনের একটি সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
 
এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর