সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বনানীতে সিসা বারে তিনজনের দেড় মিনিটের কিলিং মিশন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

Kill
বনানীতে সিসা বারে হত্যাকাণ্ডের ঘটনার একটি দৃশ্য। ছবি- ঢাকা মেইল

রাজধানীর বনানীতে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মাত্র দেড় মিনিটের ওই কিলিং মিশনের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। 

‎‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বনানীর ১১ নম্বর রোডের ই-ব্লকের ১০০ নম্বর বাসায় ৩৬০ ডিগ্রি নামক একটি সিসা বারে এ হত্যাকাণ্ড ঘটে।


বিজ্ঞাপন


‎‎ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ২৮ মিনিটে রাব্বি পকেটে দুই হাত দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এসময় সাদা ও রং মিশ্রিত হাফ হাতা শার্ট পরিহিত একজন ও কালো টি-শার্ট পরিহিত দুই যুবক তার পেছনে সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। সিঁড়িতে দাঁড়িয়ে কারও সঙ্গে রাব্বিকে কথা বলতে দেখা যায়।

Kill2 

এর কিছুক্ষণ পর ৫টা ২৮ মিনিট ৪০ সেকেন্ডে কালো টি-শার্ট পরিহিত আরেক যুবক নিচে নেমেই কোমর থেকে অস্ত্র বের করে রাব্বির মাথায় আঘাত করতে থাকেন। এসময় রাব্বির সঙ্গে সিঁড়ি বেয়ে নামা কালো টি-শার্ট পরিহিত যুবকরা এদিক-সেদিক ছুটতে থাকেন। 

ভোর ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে নিচ থেকে সিঁড়ি বেয়ে ধারালো অস্ত্র হাতে পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত এক যুবক লিফটের সামনে রাব্বিকে আঘাত করতে থাকে। ওই সময় রাব্বির সঙ্গে সিঁড়ি বেয়ে নামা কালো টি-শার্ট পরিহিত যুবক ফেরাতে গেলে পাঞ্জাবি পরিহিত যুবক তাকেও আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। 


বিজ্ঞাপন


এসময় কালো টি-শার্ট ও পাঞ্জাবি পরিহিত তিন যুবক দৌঁড়ে এসে পুনরায় রাব্বিকে আঘাত করে রক্তাক্ত করে। ওই সময় ভবনটির ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়।

Kill3

‎স্থানীয়সূত্রে জানা যায়, বনানীর এ বাসার পঞ্চম তলায় ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারটি রয়েছে। সেখান থেকে নামার সময় মুন্নাসহ কয়েকজন রাব্বিকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।

‎‎এ ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘সিসা বারটির কোনো অনুমোদন ছিল না। ঘটনাটি সিঁড়িতে ঘটেছে। ঘাতকরা এবং ভুক্তভোগী পূর্ব পরিচিত।’

ওসি জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কোনো মামলাও হয়নি। তবে নিহতের বাবার সঙ্গে কথা হয়েছে, তিনি ছেলের দাফন সম্পন্ন শেষে থানায় এসে মামলা করবেন।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর