সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই-আগস্টে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য তাকে এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
বিজ্ঞাপন
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হলেন হারুন জামিল
আবদুল হামিদ রনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন। ২০১০ সাল থেকে দীর্ঘ ১৪ বছর যাবৎ তিনি সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সে উত্তাল দিনগুলোতে সংবাদ সংগ্রহের সময় ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল চত্বর এলাকায় তিনি মারাত্বকভাবে আহত হন।
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
এজেড

