রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হলেন হারুন জামিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

Harun-Jamil
জ্যেষ্ঠ সাংবাদিক হারুন জামিল। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুন জামিল। তিনি এতদিন পোর্টালটির হেড অব নিউজের দায়িত্বে ছিলেন।

রোববার (৩ আগস্ট) হারুন জামিলকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি দেয় কর্তৃপক্ষ। 


বিজ্ঞাপন


হারুন জামিলের জন্ম যশোরে। তিনি তিন দশকের বেশি সময় আঞ্চলিক ও জাতীয় দৈনিকে কাজ করছেন। প্রশাসন, রাজনীতি, আইন ও সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রতিরক্ষা প্রভৃতি বিটে নিজস্ব প্রতিবেদক থেকে বিশেষ প্রতিনিধি এবং সবশেষ দৈনিক নয়া দিগন্তে প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় নয় বছর।

আরও পড়ুন

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদককে ঢাকা মেইলের ফুলেল শুভেচ্ছা

সাংবাদিকদের সংগঠন ডিআরইউ, জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, বিপিজেএ ও এফইজেবি-এর সদস্য তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Dhaka-post
ঢাকা পোস্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

২০২১ সালের শেষ দিকে ঢাকা মেইলের প্রতিষ্ঠাকাল থেকে হারুন জামিল হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা মেইলের হারুন জামিল

নির্বাহী সম্পাদক হিসেবে পদোন্নতিতে হারুন জামিলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেইলের কর্মীরা। এ সময় তিনি সবার কাছে দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।

এদিকে ঢাকা মেইলের সম্পাদক পদেও পরিবর্তন এসেছে। পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন মো. নজরুল ইসলাম। তিনি দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ ইউএস-বাংলার অন্যতম পরিচালক।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর