রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

madrasa
জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা রাখেন। ছবি: সংগৃহীত

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে সেখানে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজ আত্মত্যাগ ও অদম্য সাহসিকতা দেখিয়েছেন। এই স্মৃতি, সংগ্রাম ও প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণ করতেই পালিত হতে যাচ্ছে মাদরাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫।

আগামীকাল সোমবার (২১ জুলাই) যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদরাসা প্রাঙ্গণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এক চিঠিতে বলেন- ‘আপনি জেনে আনন্দিত হবেন যে, মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালন উপলক্ষে শহীদদের স্মরণে ২১ জুলাই জামিয়া মাহমুদিয়া মাদরাসা, উত্তর কাজলা (ডেমরা) যাত্রাবাড়ীতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ‘সাদা জুব্বা লাল রক্ত’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়সমূহের মাননীয় উপদেষ্টাবৃন্দ ও সরকারের সচিববৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’

আরও পড়ুন

কওমি সনদে সরকারি চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

অনুষ্ঠান সূচিতে বলা হয়েছে, বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আসরের আগ পর্যন্ত শহীদ পরিবারের কথামালা (স্মৃতিচারণ), শহীদদের তালিকা উপস্থাপন, মাদরাসা প্রধান, শিক্ষকমণ্ডলী ও ছাত্র সমন্বয়কদের বক্তব্য। আসরের নামাজের পর অতিথিরা বক্তব্য দেবেন। মাগরিবের পর মাদরাসা শহীদদের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাত সাড়ে ৯টায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর