শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

অস্ত্র হাতে ভাইরাল আলভিসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

rab
র‌্যাবের হাতে গ্রেফতার চারজন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র হাতে নিয়ে ভাইরাল মো. মোশারফ হোসেন ওরফে আলভিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

তারা হলেন- মোশারফ হোসেন ওরফে আলভি (২৩), হৃদয় (৩১), ইলিয়াস হাজী (২০), আকাশ হাওলাদার (১৬)। এসময় তাদের কাছ থেকে  ডাকাতির কাজে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

শনিবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

র‌্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে-এমন তথ্য পেয়ে তারা সেই স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় ৪/৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ডাকাতিকাজে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অবৈধ ব্যবসা নিয়ে বিরোধের জেরে রকিকে হত্যা

ডিবিকে লক্ষ্য করে গুলি, মূল শ্যুটার অস্ত্রসহ গ্রেফতার

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিলেন। তারা সেই স্থানে ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিলেন বলে স্বীকার করেন।

তারা আরও জানান, তারা সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

প্রসঙ্গত, ইতোমধ্যে প্রকাশ্যে অস্ত্রসহ মো. মোশারফ হোসেন ওরফে আলভির একটি ভিডিও সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর