রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- অমিত (২৩), নাঈমুল হক (৩২), জাবেদ আলম খান (৫৫)।
অমিত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন। জাবেদ খানের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, আজমপুর মোড়ের সড়কে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন এবং পরে একজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা।
ওসি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাকি একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
এমআইকে/জেবি