সড়ক বিভাজকে দাঁড়িয়ে ছিলেন দুই যুবক। হঠাৎই দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরেকজন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে একটা দিকে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত যুবক মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। কোনো তথ্য পাওয়া যায়নি নিহত যুবক সম্পর্কেও।
দুর্ঘটনার এ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
তিনি জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টার দিকে এসবি সুপার ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা দুই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অপরজন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
ওসি সাজ্জাদ হোসেন আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরিয়ে জব্দ করা হয়েছে।’
বিজ্ঞাপন
এমআইকে/এএইচ