জুলাই গণঅভ্যুত্থানের প্রাণভোমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশের বিনা উসকানিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘জুলাই ঐক্য’।
শনিবার (২১ জুন) এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের উপর পুলিশি আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা এই হামলার নিন্দা জানাই। একইসঙ্গে এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্য এবং তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়েছে, ইউনাইটেড ইউনিভার্সিটির ২৫ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের জন্য নতুন বাজার ব্লকেড কর্মসূচিতে একাত্মতা জানাচ্ছে ‘জুলাই ঐক্য’। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদেরকে টার্গেট করে এই ধরনের অন্যায় সিদ্ধান্তের জন্য ইউনাইটেড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অবশ্যই সরকারের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
>> আরও পড়তে পারেন
পুলিশের লাঠিচার্জে আহত ৩, ফের নতুনবাজার অবরোধ শিক্ষার্থীদের
আজ দুপুর ২টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীদের সাথে একত্রে সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকবে জুলাই ঐক্য।
এমআই/এএস

