মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমরা রেফারির ভূমিকায়, নিরপেক্ষ ভোট উপহার দেব: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

CEC
মতবিনিময় সভায় সিইসি। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। খেলায় যারাই জিতুক রেফারির ভূমিকা নিরপেক্ষ থাকবে বলেও জানান তিনি।

রোববার (১৫ জুন) ঈদপরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সিইসি জানান, নির্বাচন কমিশন ভোটের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এলক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘অনেক কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।’

আরও পড়ুন

জুলাইয়ে ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা, যুক্ত হচ্ছে তরুণরা

এনআইডি সংশোধনে ‘অযৌক্তিক’ আবেদন ঠেকাতে নতুন পরিকল্পনা

সিইসি জানান, প্রধান উপদেষ্টা লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন।


বিজ্ঞাপন


কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায়সঙ্গভাবে কাজ করার।’

আওয়ামী লীগ আমলের নির্বাচন কমিশনগুলোর কাজের নানা সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর