বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

সৌদি থেকে আজ ফিরছেন আরও তিন হাজারের বেশি হাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

Hajj
ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা।

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শেষে আরও তিন হাজারের বেশি বাংলাদেশি হাজি আজ (বুধবার) দেশে ফিরছেন। 

এরইমধ্যে সকাল ৫টা ৫০ মিনিটে এবং বেলা ১০টা ৫০ মিনিটে হাজিদের বহনকারী বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 


বিজ্ঞাপন


বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি এয়ারলাইন্সের পাঁচটি এবং ফ্লাইনাস এয়ারের চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। বুধবার মোট ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে আসবেন। 

আরও পড়ুন: প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি

বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ জুন) থেকে চালু হয়েছে ফিরতি ফ্লাইট। এদিন সাতটি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফেরেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।


বিজ্ঞাপন


এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। 

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর