বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

আজ শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

hajj
মাসজুড়ে চলবে হজের ফিরতি ফ্লাইট। ছবি: সংগৃহীত

এবারের পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। 

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্যে ১৯ জন সৌদি আরবে গিয়ে মারা গেছেন।


বিজ্ঞাপন


হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত করেন।

আরও পড়ুন

গরমকালে হজ পড়বে না ২৫ বছর

এবার কত মুসলিম হজ করলেন জানালো সৌদি কর্তৃপক্ষ

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০% কমে গেছে। তাপজনিত রোগের কারনে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।


বিজ্ঞাপন


২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১,৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২,৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন।  এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর