বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

younus
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রেস উইং জানায়, সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাঁর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন এবং বিভিন্ন ফেসবুক পেইজ থেকে একযোগে সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাবেন। এছাড়াও চলমান সংস্কার কার্যক্রম, গণহত্যার বিচার, আগামী নির্বাচন ইস্যুতে তিনি কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

দূরত্ব ঘুচিয়ে ‘চমৎকার জুলাই সনদ’ তৈরির প্রত্যাশা প্রধান উপদেষ্টার

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারের ভাষণেও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর