শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

বসিলা পশুর হাট: মাঝারি গরু বিক্রি হচ্ছে বড়গুলোর দামে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

C
বসিলা গরুর হাটের বুধবারের চিত্র। ছবি- ঢাকা মেইল

কোরবানির ঈদকে সামনে রেখে অবশেষে পশুর দাম পেতে শুরু করেছেন বেপারীরা। মাঝারির সাইজের গরু বিক্রি হচ্ছে বড়গুলোর দামে। এতে বেপারীরা লাভবান হলেও ক্রেতারা নাখোশ। এটিকে বেপারীদের কারসাজি বলছেন তারা। 

বুধবার (৪ জুন) দুপুরে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট হাট ঘুরে বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেল।


বিজ্ঞাপন


আটিবাজারের এমআরগাঁও গ্রামের কয়েক যুবক এসেছেন মাঝারী সাইজের একটি কিনতে চান। কিন্তু বাজেটের দামে সেই কাঙ্ক্ষিত গরুটি এখনো খুঁজে পাননি তারা। তাদের মতে, গরুর দাম আজ বেশি। ফলে তারা কিনতে চাইলেও বেপারীদের সঙ্গে দামে মিলছে না।

C

তাদের সঙ্গে কথা বলার সময় মাঝারি সাইজের বড় দেশি একটি গরু নিয়ে যেতে দেখা যায় কয়েকজন ব্যক্তিকে। তারা জানান, গরুটি ১ লাখ ৮০ হাজার টাকায় কিনেছেন। এমন চড়া দাম ছাড়া আজ হাটে গরুই বিক্রি করছেন না বেপারীরা।

তবে খোঁজ নিয়ে জানা গেল, গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত এ হাটে গরু কেনার জন্য ক্রেতার সংখ্যা কম থাকলেও আজ বেড়েছে। ফলে বেপারীরাও খুশি। তারা তাদের দামেই গরু বিক্রি করছেন। 


বিজ্ঞাপন


ক্রেতারা বলছেন, প্রথম দিন থেকে এ হাটে গরুর দাম বেশি। আজও বেশি দামেই বিক্রি হচ্ছে। কয়েকদিন থেকে বেশি দাম চাওয়ায় গতকাল পর্যন্ত গরু বেশি বিক্রি হয়নি। ছোট ও মাঝারী গরু আজ ক্রেতারা বেশি খুঁজছে।

ওয়েস্ট ধানমন্ডি থেকে আসা আসিফ বলেন, দেড় লাখ টাকায় গরু কিনতে গতকাল থেকে ঘুরেছি। আজও ঘুরছি, কিন্তু পাচ্ছি না। বেপারীরা মাঝারি গরু দেড় লাখের ওপরে দাম হাঁকাচ্ছে। ফলে আমাদের মতো স্বল্প আয়ের লোকজনের কাছে দেড় লাখের ওপরে ১০ হাজার হলেই বেশি। 

C2

তিনি জানালেন, তারা সাতজন মিলে ভাগে কোরবানি দেবেন। প্রতি বছর তারা এই হাট থেকেই গরু কিনে নেন। কিন্তু এবার এসে ভিন্ন চিত্র দেখছেন। হাট বসেছে চার দিন পার হলেও এখনো গরুর দাম আগের মতোই চাচ্ছেন বেপারীরা। বিষয়টিতে হতাশ তিনি। 

তার সঙ্গে কথা বলে এবং পরে খোঁজ নিয়ে জানা যায়, বেপারীরা বিক্রির খরা কাটাতে লাখ টাকার ওপর ছাড়া গরু বিক্রি করছেন না। ছোট সাইজের যে গরু গতবার ৪০ থেকে ৫০ হাজার টাকায় কেনা গেছে, এবার সেই সাইজের গরুর দাম ৬০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করছেন বেপারীরা। বাধ্য হয়ে ক্রেতারাও কিনছেন।  

দুপুরে ঘাটারচর মোড় হয়ে দুটি গরু নিয়ে মধুসিটির দিকে যাচ্ছিলেন এক দল ক্রেতা। পরে তাদের কাছ থেকে গরু দুটির দাম জানতে চাইলে তারা বলেন, দুটি গরু তারা কিনেছেন প্রায় চার লাখ টাকায়। গরু দুটি দেশি জাতের। তারাও জানালেন, এবার গরুর দাম বেশি। 

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর