ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০ মাস পরও ফ্যাসিস্ট খেতাব পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলছিল ট্যুরিস্ট পুলিশের একটি ওয়েবসাইটে। তবে ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের। সরানো হয়েছে শেখ হাসিনার ছবি। পাশাপাশি আপডেট করা হয়েছে তথ্য।
মঙ্গলবার (৩ জুন) সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটি আপডেট করা হয় বলে নিশ্চিত করেছে ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিকেলে ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের এসপি মোখলেছুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকা মেইলকে বলেন, বিষয়টি নজরে আসার পর ওয়েবসাইট আপডেট করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা মেইলে ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইটে এখনো ঝুলছে শেখ হাসিনার ছবি! শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাদের আইটি বিভাগের সদস্যরা প্রথমে ওয়েবসাইটের কাভার পেজ থেকে শেখ হাসিনার ছবি সরান। এরপর সাইটটিতে গত ১০ মাস ধরে আগে দায়িত্বপালনকারী ব্যক্তিদের নাম ও তাদের পদবি সরিয়ে মাত্র দুজনের নাম ও পদবি প্রকাশ করে।

এখন সাইটটিতে ঢুকলে বিভাগটির এসপি ও একজন পরিদর্শকের নাম পদবি এবং ছবি দেখাচ্ছে। এর আগে এসপি, অতিরিক্ত এসপি ছাড়াও আরও কয়েকজনের নাম, পদবি ও মোবাইল নম্বর দেখাতো।
বিজ্ঞাপন
ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের ওয়েবসাইটে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলতে দেখে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করে ঢাকা মেইল।
তবে ঢাকা ট্যুরিস্ট পুলিশের সাইটটি আপডেট করা হলেও তাদের পরিচালিত ফেসবুকটি এখনো আপডেট করা হয়নি। ফেসবুক পেজটিতে গত ফেব্রুয়ারি মাসে সর্বশেষ একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যা এখনো দেখা যাচ্ছে।
এমআইকে/জেবি