সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুকি চীনের ৩০ হাজার পোশাক নিয়ে যা বলছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

কুকি চীনের ৩০ হাজার পোশাক নিয়ে যা বলছে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), যা বম পার্টি নামেও পরিচিত। এই সংগঠনের সদস্যদের ৩০ হাজার পোশাক উদ্ধারের চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে সেনা সদরে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফ করেন লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।


বিজ্ঞাপন


ব্রিফিংয়ে বলা হয়, কুকি চীনের (কেএনএফ) ৩০ হাজার পোশাক পাওয়া গেছে, এটা সামাজিক মাধ্যমে এসেছে, এটা বস্তুনিষ্ঠ। আমরা বিষয়টি আমলে নিয়েছি। খুঁজে দেখার কাজ করছি। বম সম্প্রদায়ের মানুষই আছে ১২ হাজার। তাই এই ৩০ হাজার পোশাক এই সংগঠনেরই কি না তা খুঁজে দেখা হচ্ছে।

এদিকে, সীমান্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সর্বশক্তি দিয়ে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Army


বিজ্ঞাপন


ব্রিফিংয়ে বলা হয়, সীমান্তের নিরাপত্তায় সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। বাংলাদেশ-মিয়ানমার করিডোর একটি স্পর্শকাতর বিষয়। নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।

এসময় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো যোগাযোগ নেই বলেও জানানো হয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বলা হয়, আমাদের যতক্ষণ শক্তি থাকবে সীমান্তে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। আরসা বাহিনী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে। এটা উদ্বেগের বিষয়। সীমান্ত পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল, আমরা সতর্ক আছি।

ব্রিফিংয়ে বলা হয়, আমরা বসে থাকব এটা ভাবার কারণ নেই। এই পরিস্থিতি বিজিবিই নিয়ন্ত্রণ করছে। আমাদের সহায়তা লাগলে প্রয়োজনে সেনাবাহিনী সেখানে যাবে। 

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর