সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইশরাকের ব্যাপারে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

Israk
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনি মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা- সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৬ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ‘মতামত প্রদান সংক্রান্ত’ শিরোনামে পত্রটি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইশরাকের শপথ চেয়ে শনিবার সচিবালয় অভিমুখে বিক্ষোভের ডাক

এতে উল্লেখ করা হয়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, ঢাকাতে দায়েরকৃত নির্বাচনি মামলা নং-১৫/২০২০-এর গত ২৭ মার্চের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কিনা, এ বিষয়ে মতামত প্রদানের জন্য আইন ও বিচার বিভাগে পত্র পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা

নির্বাচনি ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফা সূত্রে রায় প্রদান, আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনি ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (নং-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি করপোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনি ট্রাইব্যুনালে খারিজ, সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কিনা-জানতে স্থানীয় সরকার বিভাগ পত্রটি পাঠিয়েছে।


বিজ্ঞাপন


এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে এবং তাকে মেয়র হিসেবে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করা হয়েছে। 

আরও পড়ুন: ইশরাককে মেয়র ঘোষণায় আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি

গত বুধবার (১৪ মে) মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির হয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী।

অন্যদিকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টায় নগরভবন থেকে প্রেসক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেওয়া নগরবাসী।

আরও পড়ুন: ইশরাকের গেজেট প্রকাশে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি: উপদেষ্টা

এর আগে গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা। নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতেও বলা হয়।

আরও পড়ুন: কত দিনের মেয়র হবেন ইঞ্জিনিয়ার ইশরাক?

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়।

এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আরও পড়ুন: ইশরাককে মেয়র ঘোষণার রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। পরে ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর