শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দফতর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img
সচিব মো. নিজাম উদ্দিন। ছবি: সংগৃহীত

জনপ্রশাসনে তিনজন সচিব পদে রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তার দফতর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

পল্লী উন্নয়ন ও সমবায়ের সচিব নজরুলকে গণপূর্তে বদলি

এদিকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে গেছেন হামিদুর রহমান খান। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

গত ২৫ মার্চ মো. হামিদুর রহমান খানকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন