পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মঙ্গরবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম গত ৬ জানুয়ারি একই বিভাগে সচিব হিসেবে পদোন্নতি পান।
নজরুল ইসলাম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।
বিজ্ঞাপন
প্রশাসনে সৎ যোগ্য ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুপরিচিত হলেও নজরুল ইসলাম বিগত ১৫ বছরে কোনো পদোন্নতি পাননি। ৫ আগস্টের পর তিনি পদোন্নতি পান এবং সবশেষ সচিব হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুরে।
ইএস