বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরপুরে ফুটপাতে নারীকে মারধরের ঘটনায় আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকার একটি ফুটপাতে কেনাকাটার সময় এক নারীকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম এখনো জানা যায়নি।

শনিবার (২৯ মার্চ) তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।


বিজ্ঞাপন


ওসি গণমাধ্যমকে জানান, সেই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুজনকেও আটকের চেষ্টা চলছে।

গত ২৬ মার্চ মিরপুর-১০ নম্বর সেকশনে ডারল্যান্ড স্কুলের ঠিক উল্টো পাশের একটি দোকানে কেনাকাটা করতে যাওয়া নারীকে দোকানি ও তার সঙ্গীরা মারধর করেন। সেই ভিডিও শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক মধ্যবয়সী নারীর দিকে হঠাৎ করেই এক যুবক লাফিয়ে উঠে ফ্লায়িং কিক মারছেন। এরপর দোকানির সঙ্গীরাও তাকে ঘিরে বেধড়ক মারধর করতে থাকেন। তবে কয়েক দোকানি তাদের রক্ষার চেষ্টা করেন।

মারধরের ৩৭ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।


বিজ্ঞাপন


বিষয়টি নজরে এলে শনিবার পুলিশ অভিযুক্ত যুবকসহ তিনজনকে আটক করে।

তবে সেই নারী এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানা গেছে। 

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর