বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘অপকর্মের’ প্রতিবাদ করায় হামলার শিকার কলেজ ছাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img
হামলার শিকার নারী থানায় জিডি করেন। ছবি: সংগৃহীত

মাদকসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় রাজধানীর পুরান ঢাকার আজিমুদ্দিন রোডে নামিরা হোসেন নামে এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

হামলার শিকার নারী নামিরা বেগম বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী।


বিজ্ঞাপন


ভু্ক্তভোগী নামিরার স্বামী আসিফ বলেন, আমরা গত জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম। এই কারণে তারা আমাদের নানা হুমকি দিতেন। বলতেন তারা দেখে নেবেন, আমাদের তালিকা হচ্ছে। শুক্রবার রাতে তাদের নানা অপকর্ম নিয়ে আমরা প্রতিবাদ করি। এ কারণে তারা আমার স্ত্রীর ওপর হামলা করেন। আমরা বিষয়টি থানায় অভিযোগ করেছি। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি নিয়ে এক নারী অভিযোগ দিয়েছেন বলে জেনেছি।

ঘটনাটি তুলে ধরে ভুক্তভোগী নামিরা হোসেন ফেসবুকে লিখেছেন, ছাত্র আন্দোলনে যাওয়ার কারণে আজ আমরা জীবন-মৃত্যুর হুমকিতে আছি। আজ আমি বর্বরোচিত হামলার শিকার হয়েছি। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে এলাকার কিছু আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমার উপর ব্লেড ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয় এবং আমার মুখে ব্লেডের আঘাতে গুরুতর জখম হয়েছি আমি। এই হামলার ঘটনায় আমি বংশাল থানায় নিজ হাতে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি লিখেন, যদি আগামী দিনগুলোতে আমার উপর আবার হামলা হয়, বা আমাদের কিছু হয়ে যায়—এর দায়ভার কে নেবে? আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সকল ভাই-বোনদের, মানবাধিকার সংগঠনগুলোকে এবং বিবেকবান জনগণকে অনুরোধ জানাচ্ছি, আমার পাশে দাঁড়ান। আমাদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হোন।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর