বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, সঙ্গে ছাতা না আনার অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামায়াত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিসহ ৩৫ হাজার মুসল্লি এই জামায়াতে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

শনিবার (২৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এমন কথা জানান তিনি। 


বিজ্ঞাপন


এবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে আশা প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া।

তিনি জানান, আড়াইশো ভিআইপিসহ ৩৫ হাজার মুসল্লি এই জামায়াতে অংশ নিতে পারবেন। নারীদের জন্যও থাকবে পৃথক ব্যবস্থা। 

তিনি আরও বলেন, সকাল সাড়ে আটটায় শুরু হবে ঈদ জামাত। বৃষ্টি হলে সকাল ৯টায় বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আয়োজন থাকবে ঈদ জামায়াতের।

ঈদগাহে মুসল্লিদের ছাতা আনায় নিরুৎসাহিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


বিজ্ঞাপন


ঈদের নামাজ ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, পুলিশ ও র‍্যাবের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীও নিরাপত্তায় কাজ করছে। কোনো ধরনের আশঙ্কা অনুভব করছি না।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর