মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ঈদের চাপ’ নেই গাবতলীতে, হাঁকডাকেও মিলছে না যাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

অন্যান্য বছর ঈদের ছুটি শুরুর পরপরই যাত্রীদের উপচেপড়া ভিড় থাকতো বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনগুলোতে। যাত্রীদের ভিড়ে পা ফেলার জায়গা থাকতো না। কিন্তু এবার সেই চিত্র নেই।

ঈদের ছুটির প্রথম দিন রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী নেই বললেই চলে। হাঁকডাকেও মিলছে না যাত্রী। কাউন্টারগুলো যাত্রীর জন্য খাঁ খাঁ করছে। শতাধিক কাউন্টারের দায়িত্বে থাকা কর্মীরা অলস সময় পার করছেন।


বিজ্ঞাপন


ঈদের ছুটি লম্বা হওয়ায় এমনটা হয়েছে বলে ধারণা করছেন কাউন্টারে থাকা কর্মীরা। তবে রাত থেকে যাত্রীর সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী তারা।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাবতলী টার্মিনাল ঘুরে বাস কাউন্টার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

eid-2

রুবেল মিয়া ঈগল পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রি করেন। তিনি ঢাকা মেইলকে বলেন, সকাল ১০টায় সব বাস ছেড়ে গেছে। এখন যেগুলো যাওয়ার জন্য প্রস্তুত সেগুলোতে যাত্রী নেই। প্রতি বাসে পাঁচ থেকে ছয়জন যাত্রী মিলছে। এতে তো বাস ছাড়া যায় না।


বিজ্ঞাপন


জননী পরিবহনের সুমন টার্মিনালের মুখে পুলিশ কন্ট্রোল রুমের সামনে টিকিট নিয়ে হাঁকডাক করছেন। তিনি বলেন, ‘যাত্রী নেই। ডাকতেছি যদি দুই একজন পাই। আর রাতে কী হবে তাতো জানি না।”

ঈদের আগ মুহূর্তে যাত্রীদের এমন পরিস্থিতি দেখে হতাশা ব্যক্ত করেছেন কাউন্টারের কর্মীরা। তারা বলছেন, ‘এমন অবস্থা আগে কখনো হয়নি। যারা ঢাকা ছাড়ছেন তাদের অনেকে ইতোমধ্যে চলে গেছেন। রাতে বাকিরা রাজধানী ছাড়বেন। অথচ যাত্রী নেই।”

পরিবহন শ্রমিকরা বলছেন, টিকিট এখনো অনেক আছে কিন্তু যাত্রী নাই। ফলে তারা সকাল ১০টার পর বিশ্রাম, গল্প গুজব করে সময় কাটাচ্ছেন।

মাঝেমধ্যে দু-একজন যাত্রী এলে বিভিন্ন কাউন্টারের লোকজন তাদের ঘিরে ধরছেন। অনেকে হ্যান্ড মাইকেও যাত্রী ডেকে বেড়াচ্ছেন।

বাস সংশ্লিষ্টরা হতাশ হলেও যাত্রীরা আছেন স্বস্তিতে। যারাই গ্রামে যাওয়ার জন্য কাউন্টারে আসছেন ভোগান্তি ছাড়া সহজেই টিকিট কিনছেন তারা। যাত্রী কম দেখে অনেকে দরদাম করছেন।

eid-3

ইসলাম পরিবহনের লিটন বলেন, ‘আজ আমরা সকালে যাত্রী পেয়েছি। এখন একটু খরা। তবে দুপুরে কিছু গার্মেন্টস ছুটি হলে বিকেল থেকে যাত্রী বাড়বে।’

কুষ্টিয়া রুটে চলাচলকারী সনি পরিবহনের কাউন্টারের কর্মী রিপন বলেন, ‘যাত্রীর চাপ নেই খুব একটা। তবে স্বাভাবিকভাবে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। গত দুই-তিন দিনের তুলনায় আজকে কিছুটা যাত্রীর চাপ আছে। কিন্তু ঈদের বাজার অনুযায়ী চাপ নেই।”

সকাল থেকে কতগুলো গাড়ি ছেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সকাল থেকে ২/৩টা গাড়ি ছেড়ে গেছে। 

এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কড়া নজরদারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের টহল টিম বিভিন্ন এলাকা ঘুরে দেখছে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর