মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং ও ড. ইউনূস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৯:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, এই বৈঠকটি আজ সকালে ১০টায় শুরু হয়।

এ ছাড়া, শুক্রবার দুপুরে, প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘ইনভেস্টমেন্ট ডায়ালগ’-এ অংশগ্রহণ করবেন, যা প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। এই সভায় চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুকূল পরিবেশের বিষয়টি তুলে ধরা হবে, এবং চীনা বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আলোচনা করা হবে।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টা একই স্থানেই টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ, এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও তিন শূন্যের বিশ্ব নিয়ে তিনটি গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করবেন। এসব আলোচনা বাংলাদেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলতে সহায়ক হবে।

বৈঠককালে, ড. ইউনূস বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা নিয়ে অভিজ্ঞ ব্যক্তিরা, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রফেসর ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজেও যোগ দেবেন, যেখানে বাংলাদেশের সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আরও আলোচনা হবে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর