ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে র্যাব। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও মাঠে থাকবে সাদা পোশাকে বাহিনীটির গোয়েন্দা সদস্য ও স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা। একই সঙ্গে র্যাবের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্ট্রাইকিং মোবাইল ফোর্স কাজ করবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে র্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুব আলম। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র্যাব-৪ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এবারের ঈদকে নির্বিঘ্ন করতে তিন স্তরে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম স্তরে বাসস্ট্যান্ড বা যে সকল জনবহুল শপিং সেন্টার আছে সে সকল স্থানগুলোতে এবং এর আশেপাশে আমাদের ২৪টি পেট্রোল টিম টহল কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয় স্তরে বাসস্ট্যান্ড বা অন্যান্য যে সকল শপিং সেন্টার আছে যেখানে ছিনতাই বা অজ্ঞান পার্টি বা মলম পার্টি এ ধরনের চক্রগুলো সক্রিয় সে সমস্ত এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা যেকোনো ধরনের তথ্য পেলে প্রাথমিকভাবে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করছি। তৃতীয় পর্যায়ে আমাদের কাছে স্ট্রাইকিং মোবাইল রিজার্ভ থাকছে; যেখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোনো স্থানে যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায় বেশি ভাড়া আদায় করা ও চাঁদাবাজির কোনো সিন্ডিকেট যদি আমরা চিহ্নিত করতে পারি অথবা অন্য কোনো পরিস্থিতি সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং ফোর্স স্বল্প সময়ে ঘটনাস্থলে উপস্থিত হবে। আপাতত এভাবেই আমাদের নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা রয়েছে।
ঈদে ফাঁকা রাজধানীতে আপনাদের কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমাদের নিরাপত্তা বাস স্টেশন এবং বিপনি-বিতান কেন্দ্রিক। যখন ঢাকা শহর আরেকটু ফাঁকা হয়ে যাবে তখন আমাদের আবাসিক এলাকাগুলোতে আমরা আমাদের টহল কার্যক্রমগুলো বৃদ্ধি করবো।
তিনি আরও বলেন, আমাদের সাধারণ মানুষের কাছে দুইটা অনুরোধ থাকবে। আপনারা যখন ঢাকা থেকে আপনাদের নিজ গৃহের উদ্দেশে রওনা দিবেন তখন ঢাকাতে আপনাদের যে আবাসস্থল আছে সেখানে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটা নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। আর দ্বিতীয়ত আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করার সময় কারো সঙ্গে সখ্যতা গড়বেন না অথবা অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবেন না। যে কারণে সাধারণত আমরা মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ি। এই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। এই দুইটা অনুরোধ আমাদের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি থাকবে। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগে এবং পরে আমাদের র্যাব এখনও মাঠে আছে এবং সবসময় মাঠে থাকবে।
এমআইকে/এফএ