ঈদের বাকি আর কয়েকদিন। চলছে শেষ সময়ে ঈদের কেনাকাটা। ক্রেতাদের নিজের মতো করে সাজ-পোশাক কিনে নিচ্ছেন। কেউ আবার মনের মাধুরী মিশিয়ে দেখে দেখে পোশাকসহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন।
বুধবার (২৬ মার্চ) ছুটির দিন গভীর রাতে রাজধানীর নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলোর চিত্র এমন দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকেও প্রতিটি দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ঈদকে ঘিরে কেনাকাটার ধুম পড়েছে দোকানগুলোতে। ক্রেতারা নিজেদের মতো করে পোশাক, জুতা, গহনা, প্রসাধনী ইত্যাদি ক্রয় করছেন। মার্কেটগুলোতে যেন পা ফেলার জায়গা নেই। বিশেষ করে শাড়ি, ছোটদের পোশাক, থ্রি-পিস, টি-শার্ট ইত্যাদির দোকানগুলোতে।
এছাড়া গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং গ্লোব শপিং সেন্টারের ভেতরের ভিড়ের ছোঁয়া লেগেছে সড়কেও, দেখা গেছে দীর্ঘ যানজট।
বিজ্ঞাপন
জানতে চাইলে চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ী হাদিউল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আজ ক্রেতাদের উপস্থিতি ভালো। দর-দাম করে ক্রেতারা কেনাকাটা করছেন। ক্রেতাদের বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। বিক্রি বেশ ভালো হচ্ছে। গতকালের তুলনায় আজকে ক্রেতাদের ভিড় বেশি।
আরেক ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, এবার ঈদে বিক্রি ভালো হচ্ছে, কিন্তু ভিড় একটু বেশি। তবে আমরা চেষ্টা করছি যেন ক্রেতাদের কোনো সমস্যা না হয়। ক্রেতারা সহযোগিতা চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করছি।
ধানমন্ডি থেকে আসা ক্রেতা শাহিনা আক্তার বলেন, এশার নামাজের পর কেনাকাটা করতে এসেছি। ভাবছিলাম লোক সমাগম কম থাকবে, এসে দেখি বিপরীত চিত্র। নিউমার্কেট এলাকায় হাঁটাই মুশকিল। তবে যতটুকু সম্ভব পরিবারের সদস্যদের জন্য জিনিসপত্র কিনে নিচ্ছি।
আরেক ক্রেতা রনি তালুকদার বলেন, আগামীকাল সন্ধ্যার দিকে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা করব। পরিবারের কিছু সদস্যদের পোশাক কেনা বাকি আছে, তাদের জন্য কেনাকাটা করব।
এসএইচ/এমএইচটি