সংবাদ সংগ্রহে গিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস ও শরিফুল ইসলামের ওপর বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের কর্মীদের (বিআরটিসি) হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
রোববার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এ প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে গত (২১ মার্চ) বিআরটিসি’র প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস ও শরিফুল ইসলামকে বিআরটিসির মতিঝিল ডিপোর ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদীর সামনে মারধর করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে মারধরের ভিডিও ডিলিট করা হয়েছে। এছাড়া কেড়ে নেওয়া হয়েছে তাদের অফিসের আইডি কার্ড, ও মানিব্যাগ ও পাওয়ার ব্যাংক।
এমআরএ'র সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, গণমাধ্যম কর্মীর ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসনকে বলব, স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
বিইউ/ইএ