সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

রাজধানীতে তিন পেশাদার ছিনতাইকারী ও মাদককারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীর পশ্চিম নাখালপাড়াসহ আশেপাশের এলাকার তিন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদককারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আজিজুর ইসলাম (৩৫), রাজু (২৮) ও রফিকুল ইসলাম।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


তেজগাঁও থানা সূত্রে জানা যায়, কতিপয় মাদককারবারি ও ছিনতাইকারী তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকার রেললাইনের পশ্চিম পার্শ্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নীচে রাস্তার ওপর দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আজিজুর, রাজু ও রফিকুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ৬টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পশ্চিম নাখালপাড়াসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও থানায় আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর