নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আট সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডির তাক্বওয়া মসজিদের সামনে থেকে তারা মিছিল বের করে। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি ৮ নম্বরের তাক্বওয়া মসজিদের সামনে তারা হঠাৎ মিছিল বের করছিল। এসময় তাদের ধাওয়া দিয়ে আটজনকে আটক করে পুলিশ। তাদেরকে আটকের সময় ব্যানার ও ফেস্টুনসহ আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
এর আগে ৭মার্চ জাতীয় বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মার্চ ফর খিলাফাহ নামে একটি বিশাল মিছিল বের করে তাদের শক্তির জানান দেয় এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি। বিগত সময়ে বিচ্ছিন্নভাবে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল-মিটিং করে গ্রেফতারও হয়েছেন। নতুন সরকার আসার পর আবারও তারা মাথা চাড়া দিয়ে উঠছে।
এমআইকে/এফএ