বোনের বাড়ি বেড়াতে এসে তার শ্বামী ও শ্বশুরের নির্মম ধর্ষণে মারা যাওয়া শিশুটির মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারে মাগুরায় নিজ এলাকায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন হবে তার।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বিজ্ঞাপন
তিনি বলেন, সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বিচারকাজ শুরু হবে।
আসিফ নজরুল বলেন, বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। মরদেহ হেলিকপ্টারে করে আজই মাগুরা নিয়ে যাওয়া হবে।
গত ৬ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় তার বোনের শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে মামলার পর সবাইকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক অবস্থায় শিশুটিকে মাগুরা জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন-
ঢাকা মেডিকেলে সংক্রমণ ঝুঁকি দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে চলে যায় শিশুটি।
ইএস