সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

৭ দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার শুরু: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

৭ দিনের মধ্যে শিশু আছিয়ার ধর্ষণ মামলার বিচার শুরু: আইন উপদেষ্টা
আসিফ নজরুল (ফাইল ছবি)

সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বিচারকাজ শুরু হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মামলাটির বিচার হবে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


আসিফ নজরুল বলেন, ‘ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রবিবারের (১৬ মার্চ) মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। তবে এ সময় কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘এরইমধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। 

আইন উপদেষ্টা আরও বলেন, বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। মরদেহ হেলিকপ্টারে করে আজই মাগুরা নিয়ে যাওয়া হবে।

গত ৬ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় তার বোনের শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে মামলার পর সবাইকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়।


বিজ্ঞাপন


প্রাথমিক অবস্থায় শিশুটিকে মাগুরা জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলে সংক্রমণ ঝুঁকি দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে চলে যায় শিশুটি।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর