শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মোহাম্মদপুরের দুই কাউন্সিলর পলাতক থাকায় কিশোর গ্যাং বেপরোয়া’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

‘মোহাম্মদপুরের দুই কাউন্সিলর পলাতক থাকায় কিশোর গ্যাং বেপরোয়া’
কারওয়ানবাজারে র‌্যাবের সংবাদ সম্মেলন। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতের পেছনে ওই এলাকার দুই কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীবের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সেই দুই কাউন্সিলর পলাতক রয়েছেন। ফলে কিশোর গ্যাং সদস্যরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত এবং অনেকটা বেপরোয়া হয়ে ওঠেছে।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক বলেন, যারা কিশোর গ্যাংয়ের সদস্য তারা তো একদিনে কিশোর গ্যাং হয়ে ওঠেনি, একদিনে টিম লিডার হয়ে ওঠেনি। তারা কারো আশ্রয়-প্রশ্রয়ে লালিত-পালিত হয়েছে। তারা দীর্ঘদিন অপরাধ করতে করতে আজকে এই অপরাধ চক্রের হোতা বা লিডার হয়েছে। তারা যদি রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে না আসত তাহলে আজকের এই অপরাধী হতো না। তবে যারা ছিনতাই ও রাহাজানি করে আমরা তাদের এখনো কোনো রাজনৈতিক পরিচয় পাইনি।

খালিদুল হক হাওলাদার বলেন, বিগত সময়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে দুই কাউন্সিলর আসিফ ও রাজীব লালন পালন করেছেন। তাদের পৃষ্ঠপোষকতা এবং লালন পালনের কারণে জেনেভা ক্যাম্প একটি মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছিল। আমরা সেই জেনেভা ক্যাম্পকে গুঁড়িয়ে দিয়েছি। জেনেভা ক্যাম্পে এখন কোনো গডফাদার নেই। আগে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ ঢুকতে সাহস পেত না। এখন সবার জন্য মুক্ত করা হয়েছে। জেনেভা ক্যাম্পে টুকটাক মাদক আছে। তবে আমরা যেকোনো সময় আবারো অভিযান চালাবো।

আরও পড়ুন

পল্লবীজুড়ে কিশোর গ্যাংয়ের দাপট, গ্যাং লিডাররা পুলিশের সোর্স!

আওয়ামী লীগ নেতা-নেত্রীর কিশোর গ্যাংয়ের অপরাধযজ্ঞ, বাড়ছে আতঙ্ক

মোহাম্মদপুরের সাম্প্রতিক ঘটনাগুলোর নেপথ্যে সাবেক দুই কাউন্সিলরের হাত রয়েছে বা তারা কলকাঠি নাড়ছেন কি না এমন প্রশ্নে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, বিগত সময়ে দুই কাউন্সিলরের কারণে এই কিশোর গ্যাং আজকে এত বেপরোয়া। তারা তাদের লালন-পালন করেছেন এবং তাদের ছত্রছায়ায় এরা বড় হয়েছে। তাদের পরিচয়ে এরা পরিপূর্ণতা লাভ করেছে। দুই কাউন্সিলর পলাতক থাকার কারণে তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এখন নিজেদের আধিপত্যের দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে।


বিজ্ঞাপন


মোহাম্মদপুরের সাম্প্রতিক ঘটনায় সাবেক দুই কাউন্সিলের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর