শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

রাতের পূর্বাচল ‘ভয়ঙ্কর’: অপরাধ রোধে বসছে সিসি ক্যামেরা, ডিবির নজরদারি

মোস্তফা ইমরুল কায়েস
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকার পূর্বাচল এলাকার তিন শ ফিট এলাকা দিনের বেলা জমজমাট থাকলেও রাতের বেলা হয়ে উঠছে অরক্ষিত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে চলছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো নানা অপরাধ। এমনকি অন্য জায়গায় হত্যার পর সেই এলাকাকে বেছে নেওয়া হচ্ছে লাশ ফেলার ভাগাড় হিসেবে। বিষয়গুলো ভাবিয়ে তুলেছে ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশকে।

এ অবস্থায় এই এলাকায় অপরাধ রোধে ক্লোজ-সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এছাড়াও অপরাধীদের শনাক্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এলাকাটিতে বিশেষ নজরদারি শুরু করেছে। 


বিজ্ঞাপন


নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। 

পূর্বাচল এলাকার বাসিন্দা ও ৩০০ ফিট সড়কে চলাচলকারীরা জানান, রাত ১০ টার পরপরই সেই এলাকা নির্জন হয়ে পড়ে। রাস্তায় থাকা যানবাহনও কমতে থাকে। আলো নিভে আসে চারদিকের। নীলা মার্কেট খোলা থাকলেও রাস্তায় কে কার সঙ্গে কী করছে সেদিকে কারও ভ্রুক্ষেপ থাকে না। ফলে ছিনতাইকারীরা বেপরোয়া উঠেছে সেই এলাকায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, সম্প্রতি এমন কিছু ঘটনা গণমাধ্যমে আসার কারণে পূর্বাচল সড়কে চলাচল করা নিয়ে উগ্বেগ-আতঙ্ক বেড়েছে। বিশেষ করে রাত ১০টার পর সেই এলাকায় যাতায়াত কঠিন হয়ে যাচ্ছে। জান-মালের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হয়।


বিজ্ঞাপন


গত শনিবার রাত ১১টার দিকে শুটিং শেষে ফেরার পথে ছিনতাইয়ে শিকার হয়েছেন নাট্য অভিনেতা হারুন রশিদ। পরে তিনি পুরো বিষয়টি তার সামাজিক মাধ্যমে তুলে ধরেন। সেই সঙ্গে তার সাথে কী কী ঘটেছে সেটাও জানান তিনি। 

তার ভাষ্যমতে, তিনি ‘ম্যাডামের বাড়ি’ নামক একটি শুটিং স্পট থেকে সিএনজি যোগে ঢাকায় ফিরছিলেন। পথে নীলা মার্কেটের কাছাকাছি তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাকে বহনকারী সিএনজির চালক হঠাৎ বলে ওঠেন, সিএনজি নষ্ট হয়েছে। এরপর তিনি নেমে কি যোনো দেখার চেষ্টা করছিলেন। ওই সময় দুটি মোটরসাইকেলে চারজন যুবক আসেন এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা নগদ নয় হাজার টাকা নিয়ে চলে যান। তবে তিনি অভিনেতা চিনতে পারায় তার মোবাইল ফোনটি আর ছিনতাইকারীরা নেয়নি। 

তার মতে, যারা ছিনতাই করতে এসেছিলেন সেই যুবকরা স্মার্ট ছিলেন। ফলে তারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত ৭ জানুয়ারি পূর্বাচলে ডাকাতির কবলে পড়েন দুবাই ফেরত এক প্রবাসী। ভোরে পুলিশ পরিচয়ে ৩০০ ফিট সড়কের কাদিরারটেক এলাকায় তাদের গাড়ি থামিয়ে এই ডাকাতি করা হয়। আর সেই দুই ভুক্তভোগী হলেন দুবাই প্রবাসী কয়েছ ও রুহুল আমিন। তাদের গাড়ি চেকিংয়ের নামে এই ডাকাতি করা হয়েছে। এসময় সেই দুই প্রবাসীর ৭ লাখ টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। একই পথে ওই রাতেই পূর্বাচলের ৩০০ ফিট সড়কের স্টেডিয়াম এলাকায় মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেনও একইভাবে ডাকাতির শিকার হন। তারও গাড়ি থামিয়ে চেকিংয়ের নামে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

আরও পড়ুন-

আতঙ্কের জনপদ পূর্বাচল, বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

তার আগে গত ২০ ডিসেম্বর সৌদি প্রবাসী আহসান হাবিব তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় যাওয়ার পথে ডাকাতির শিকার হন। একইভাবে ভোর বেলা পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় তারও গাড়ি থামানো হয়। তবে তখন আনসার বাহিনীর পরিচয়ে গাড়ি থামায় ডাকাতরা। পরে চেকিংয়ের নামে তাকে প্রথমে মারধর ও পরে তারা তার মালামাল লুট করে নিয়ে যায়। গত বছরের ২ সেপ্টেম্বর গভীর রাতে পূর্বাচলের আট নম্বর সেক্টরের বাসিন্দা প্রবাসী আল আমিনের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে ডাকাত দল। তারা সেই সময় বাড়ির লোকজনকে বেঁধে জিম্মি করে ফেলে। পরে তাদের পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।

1734722936-c05e2322a235553fbd9e58df51333553
রাতের পূর্বাচল ৩০০ ফিট সড়ক

 

পূর্বাচলে ৩০টি সেক্টরে প্রতিদিনই নানা ঘটনা ঘটছে। তবে বেশির ভাগ ঘটনাই চাপা পড়ছে। কারণ ভুক্তভোগীদের বেশির ভাগই থানায় জিডি বা আইনি ব্যবস্থায় যান না। যেমন যাননি সর্বশেষ ভুক্তভোগী অভিনেতা হারুন রশিদ। তার মতে, জিডি বা পুলিশ জানিয়েই বা কী হবে! তার মতো অন্য ভুক্তভোগীদেরও অবস্থা। 

সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে পিকনিক করতে গিয়েছিলেন মুত্তাকিন। তিনি বলছিলেন, গত ২৭ ফেব্রুয়ারি যখন পিকনিকের ট্রাক নিয়ে স্পটে যান পুরো পথে তিনি দোয়া দরুদ পড়তে পড়তে গিয়েছিলেন। তার মতে, এই এলাকাটি একটি দুর্গম জনপদ। সেকারণে অপরাধীরা এটিকে অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে। ফলে প্রতি রাতেই কমবেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। 

আরও পড়ুন-

পরিবারের নামে পূর্বাচলের ৬০ কাঠা জমি গোপনে বরাদ্দ নেন শেখ হাসিনা

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, রাতের বেলা কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড অরক্ষিত হয়ে উঠছে। এই রাস্তায় যারা সিএনজিযোগে যাতায়াত করেছেন তারাই বেশি ভুক্তভোগী। সিএনজি চালক মাঝপথে তার গাড়ি খারাপ হয়েছে বলে থামালেই সর্বনাশ ঘটে যাচ্ছে। ফলে এই ছিনতাইকারীদের সঙ্গে সেই এলাকার কিছু সিএনজি চালকের যোগসাজশ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
 
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান ঢাকা মেইলকে বলেন, আমরা চেষ্টা করি যাতে আমাদের সীমানার মধ্যে অপরাধ কর্মকাণ্ড না ঘটে। সেজন্য পূর্বাচল এলাকায় রাতের বেলা চেকপোস্ট বসানো হয়। 

ডিবির একটি সূত্র জানিয়েছে, পূর্বাচলে সম্প্রতি নানা ঘটনায় তারা নজর রেখেছেন। এছাড়াও এলাকাটিতে ডাকাতি, খুন, হত্যা ও ছিনতাইয়ের ঘটনাগুলো নজরে নিয়ে কাজ করেছেন তারা। সেই এলাকাকে অপরাধী মুক্ত করতে কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি পূর্বাচল এলাকায় কারা ইদানিং ছিনতাই করছে সেগুলো নজর রাখছে ডিবি। দুই জেলার পুলিশ একযোগে ছিনতাইকারী শনাক্তেও মাঠে নেমেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঢাকা মেইলকে বলেন, আমরা সেই এলাকায় টহল বাড়িয়েছি। কেউ কোনো ছিনতাই বা ডাকাতির শিকার হলে তিনি অভিযোগ করলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। মাঝে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আমরা ভুক্তভোগীকে অভিযোগ করতে বলেছিলাম। কিন্তু তিনি অভিযোগ করতে রাজি হননি।

তিনি আরও বলেন, আমরা কাঞ্চন ব্রিজ এলাকা থেকে নীলা মার্কেট এবং আমাদের সর্বশেষ সীমানা পর্যন্ত সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছি। এজন্য ফান্ড প্রয়োজন। ফান্ড পেলেই আমরা সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করব। তবে সেটি ঈদুল ফিতরের পরপরই শুরু করা যাবে বলে আশাবাদী। 

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর