রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেই ‘কব্জি কাটা’ আনোয়ার গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

সেই ‘কব্জি কাটা’ আনোয়ার গ্রেফতার
কব্জি কাটা আনোয়ার। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, নবীনগর ও চাঁদ উদ্যান এলাকার মানুষের আতঙ্ক কব্জি কাটা আনোয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কব্জি কাটা আনোয়ার হিসেবে পরিচিত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মোহাম্মদপুরবাসীর আতঙ্ক ‘কব্জি আনোয়ার’

র‍্যাব জানায়, কব্জি কাটা আনোয়ার বেশ কিছু চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি। তিনি গত বছর থেকে গা ঢাকা দিয়ে ছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ বিষয়ে র‍্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

Anwer2
আনোয়ারের বিরুদ্ধে মানুষের কব্জি কেটে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। ছবি: ঢাকা মেইল 

কব্জি কাটা আনোয়ার বসিলা, নবীনগর, ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় তার বাহিনী নিয়ে গত কয়েক বছর থেকে চাঁদাবাজি ও দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাই করে আসছিলেন। কেউ কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে সেই ব্যক্তিকে কুপিয়ে দ্রুত আহত করার পর তার হাতের কব্জি কেটে নিয়ে উল্লাস করতেন তিনি ও তার সহযোগীরা। গত বছর কয়েকটি ঘটনায় কয়েকজন যুবকের কব্জি কেটে আনোয়ার ও তার গ্রুপের সদস্যরা উল্লাস করে। পাশাপাশি সেই দৃশ্য মোবাইলে ধারণ করে টিকটক ছাড়ে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

পুলিশের চোখে ‘পলাতক’ আনোয়ার কোপালেন দুজনকে

বিষয়টি র‍্যাবের দৃষ্টি আকর্ষণ হলে আনোয়ার ছাড়া তার গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তখন থেকে আনোয়ার পলাতক ছিলেন। গেল বছর থেকে তাকে ধরার জন্য র‌্যাব ও পুলিশের একাধিক সোর্স বিভিন্নভাবে কাজ করছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর