বেশ কিছু দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে চলবে ট্রেন।
২৬ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সমাধান আসে।
বিজ্ঞাপন
রানিং স্টাফদের মাইলেজ সমস্যা আজকের মধ্যে সমাধান করা হবে— রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন রেলওয়ে কর্মচারীরা।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান রেলওয়ের সব রানিং স্টাফকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে শ্রমিক নেতাদের সঙ্গে নিজ বাসভবনে বৈঠকে বসেন রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও উপস্থিত ছিলেন।

রাত আড়াইটার দিকে ব্রিফিংয়ে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার করলাম।
এর আগে সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত মোট সাড়ে ২৬ ঘণ্টা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তির শিকার হন সারাদেশের যাত্রীরা।
জেবি