শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

গ্রেফতার অবস্থায় পালিয়ে যাওয়া ওসিকে ধরতে অভিযানে যৌথ বাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

গ্রেফতার অবস্থায় পালিয়ে যাওয়া ওসিকে ধরতে অভিযানে যৌথ বাহিনীর 
পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলম। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় গ্রেফতার অবস্থায় রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যায় কুষ্টিয়া থেকে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের পর তাকে তুলে দেওয়া হয়েছিল উত্তরা পূর্ব থানায়। সেখান থেকেই তিনি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পালিয়ে যান।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরার চেষ্টা চলছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ আশাবাদী শাহ আলম খুব দ্রুত গ্রেফতার হবেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

এদিকে এই ঘটনায় আজ বিকেলে উত্তরা এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন স্থানীয়রা। তারা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

ছুটিতে বাড়ি আসা এসআইকে কুপিয়ে হত্যা

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত

ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর