রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত
ফাইল ছবি।

রাঙ্গামাটির বেতবুনিয়ায় পিএসটিএসের পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের সাবেক এআইজি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন
৫০টির বেশি গুমে জড়িত র‌্যাবের ফারুকী ও আলেপ: রাষ্ট্রপক্ষ
যে অভিযোগে বরখাস্ত হলেন পুলিশের মহিউদ্দিন ফারুকী

এতে বলা হয়েছে, ডিএমপির যাত্রাবাড়ী থানায় করা মামলা (মামলা নং-১৫) মোতাবেক গত ১৩ নভেম্বর রাঙ্গামাটির বেতবুনিয়া থেকে গ্রেফতার করা হয় মহিউদ্দিন ফারুকীকে। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষত ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর