শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

‘ঠান্ডার চিন্তায় ঘরে থাকলে খাব কী’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

‘ঠান্ডার চিন্তায় ঘরে থাকলে খাব কী’

পঞ্চাশোর্ধ মকবুল হোসেন বগুড়া থেকে ঢাকা এসেছেন ১১ বছর। রিকশা চালিয়ে যা আয় করেন তা থেকে জমার টাকা পরিশোধ, খাওয়া-দাওয়া শেষে যা থাকে সপ্তাহান্তে তা বাড়িতে পাঠান। আর এ দিয়েই সংসার চলে। কারণ, পরিবারে আয়ের অন্য কেউ নেই। তাই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শীতে নাকাল এই মানুষটি ভোরে বের হয়েছেন জীবিকার টানে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কথা বলার সময়ও শীতে অনেকটা কাঁপছিলেন তিনি। তবুও যাত্রীর খোঁজে অপেক্ষা করছিলেন লক্ষ্মীবাজার শাহী মসজিদের পাশে।


বিজ্ঞাপন


এত শীতের মধ্যেও বের হওয়ার প্রসঙ্গ তুলতেই কথা কেড়ে নিয়ে মকবুল হোসেন বললেন, ‘ঠান্ডার চিন্তায় ঘরে থাকলে খাব কী? নিজের পেট, বাড়ির মাইনষের কথাও তো চিন্তা করতে হয়।’

winter3

অবশ্য শীত নিয়ে তার খুব একটা প্রতিক্রিয়াও নেই। কারণ হিসেবে জানালেন, রিকশার গ্যারেজে তার মতো আরও অনেকে থাকেন। টিনের ছাউনি আর বেড়ায় ঘেরা গ্যারেজে তাদের অন্যদের চেয়ে সবসময়ই বেশি শীতের তীব্রতা অনুভব হয়। 

ভিক্টোরিয়া পার্কের পাশে রুটি-চা বিক্রি করেন সবুজ মিয়া। এ বছরে প্রথম বেশি শীত অনুভব করছেন জানিয়ে তিনি বললেন, ‘কুয়াশা দেইখা দোকান দেরিতে খুলছি। রাস্তায় মানুষজন কম। শীতের জন্য চা বেশি চলতেছে।’


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহের কথা জানানো হয়। বছরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে তাপমাত্রা। ফলে রাজধানীতেও বেড়েছে শীতের দাপট। ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। ফলে খুব সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহনগুলো।

winter2

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি জানুয়ারিতে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সাভার পরিবহনের চালক মো. রুবেল ঢাকা মেইলকে বলেন, ‘সকালে বের হওয়ার পর টেনশনে পড়ে গেছিলাম। সামনে কিছু দেখি না। লাইট জ্বালানোর পর ধীরে ধীরে আসতে হয়েছে।’

এদিকে, শীতের তীব্রতা ও কুয়াশার কারণে কাবু হয়ে যাওয়া মানুষের ভিড় বেড়েছে মোজা, শীতের টুপি বিক্রির দোকানগুলোতে। রাজধানীর পল্টন মোড়ে ফুটপাতের এমন একাধিক দোকানে এসব শীতবস্ত্রের কেনাকাটা বেড়েছে।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর