শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় ঢাকবে যেসব সড়ক ও নৌপথে, যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ঘন কুয়াশা থাকবে যেসব সড়ক ও নৌপথে, যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ

মাঝ পৌষে এসে সারাদেশে জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকাসহ অনেক অঞ্চল আচ্ছন্ন হয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশায়। আগামী কয়েক দিন এই অবস্থা বিরাজ করতে পারে। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঢাকা-ময়মনিসংহ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ অনেক মহাসড়ক ও নৌপথে যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এই সতর্কতা ও পরামর্শ দেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারারাত ঢাকা-পঞ্চগড়, ঢাকা-ময়মনিসংহ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে খুবই জরুরি প্রয়োজন ছাড়া আজ রাতে ওই সকল সড়ক ও মহাসড়কে বাস, ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল চলাচল করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

472114048_10231940121898888_9113786979460289495_n

নৌপথে চলাচলের জন্য কুয়াশা সতর্কতা দিয়ে তিনি লেখেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারারাত পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, মেঘনাসহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল নদ-নদী পথ ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ রাতে ওই সকল নদী পথে নৌযান চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া যাচ্ছে। যদি একান্তভাবে নৌযান চলাচল করতেই হয় তবে ওই সকল নদী পথে গতি-সীমা ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের বেশি না রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার এক পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। এই ৭২ ঘণ্টায় দিনের বেলাতেই তীব্র শীত অনুভূত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।


বিজ্ঞাপন


ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর