হেরোইনসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আনিসুর রহমান জাবেদ (৬০) নামে এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে মিরপুর শিয়ালবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
বিজ্ঞাপন
মিরপুর মডেল থানা সূত্রে জানায়, শিয়ালবাড়ি মোড়ে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের টহল টিম শিয়ালবাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আনিসুর রহমান জাবেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আনিসুর রহমান জাবেদ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আনিসুর রহমান জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআইকে/এমএইচটি

