বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বাস থেকে ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। 

গ্রেফতারকৃতরা হলেন- মাহাবুব আলম (৩২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (২৭)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আল হেলাল পুলিশ বক্সের বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। 

আরও পড়ুন

মোবাইল ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডিবি জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী মার্সা পরিবহনের একটি বাসে একজন মহিলা ও একজন পুরুষ ইয়াবা বিক্রির উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম ঘটনাস্থলে অবস্থান নেয়।  বাসটি আল হেলাল পুলিশ বক্সের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর আসলে বাসে থাকা ড্রাইভার ও হেলপারের সহায়তায় সন্দেহভাজন মাহাবুব আলম ও রাজিয়া বেগমকে বাস থেকে নিচে নামানো হয়। তাদেরকে ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাদের কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। এরপর ডিবির টিম তাদের কাছ থেকে ২৯০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকা এনে বিক্রি করে আসছিল। 


বিজ্ঞাপন


এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর