রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হজ করতে কত খরচ লাগবে জানা যাবে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

হজ করতে কত খরচ লাগবে জানা যাবে আজ
ফাইল ছবি

এবার পবিত্র হজ পালন করতে কত টাকা লাগবে তা আজ জানা যাবে। বুধবার (৩০ অক্টোবর) হজের চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করা হবে। সব মিলিয়ে এবার হজের খরচ বেশ কমার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেছেন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। বুধবার সকাল ১১টায় সভা আছে। এ সভায় দুটি প্যাকেজের খরচ চূড়ান্ত করা হবে।


বিজ্ঞাপন


ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বেলা তিনটার দিকে ধর্ম উপদেষ্টা হজের প্যাকেজ ঘোষণা করবেন।

মক্কায় কাবা শরিফের এবং মদিনায় মসজিদে নববীর কাছাকাছি ও দূরে থাকার বিবেচনায় প্রতি বছর দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এবারও তা করা হচ্ছে। চলতি বছর হজের খরচ হয়েছিল প্রায় ৬ লাখ টাকা করে।

আরও পড়ুন

হজ নিয়ে প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

এ বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি প্যাকেজে বাড়ির অবস্থান হবে পবিত্র কাবাঘরের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে। এছাড়া দোরখুদাই নামে একটা জায়গা তিনি দেখে এসেছেন। এর দূরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার। এ জায়গার প্যাকেজের টাকা কম হবে। এবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হবে।


বিজ্ঞাপন


গত ১ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হয়েছে। বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। প্রাথমিক নিবন্ধনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রাত ৮টা পর্যন্ত প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন ৬৬ হাজার ২৪৫ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১৯৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৬৪ হাজার ২৭৪ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ছিল। বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা থেকে সাড়ে ৯ লাখ টাকা পযন্ত ছিল।

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর