প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া আনসার ও ভিডিপির মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়
বিজ্ঞাপন
এছাড়া মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি–এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।
মেজর জেনারেল মো. ফয়জুর রহমান ১৯৯০ সালে ২৩তম লং কোর্সে কমিশন লাভ করেন। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ছিলেন। ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের জিওসি ছিলেন। খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডার, ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজের সিনিয়র ইন্সট্রাক্টর, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০৩ পদাতিক ব্রিগেড এবং ৯৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন। ‘সেনা গৌরব’ এবং ‘বিশিষ্ট সেনা পদক’ লাভ করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়। সেদিন মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞাপন
এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জেবি