বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনায় অগ্রাধিকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনায় অগ্রাধিকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন৷ বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (৯ আগস্ট) একথা বলেন তিনি৷

গত সোমবার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা৷ এরপর নোবেলজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা৷ তাদের দায়িত্ব হবে একটি সুষ্ঠু নির্বাচন করা৷


বিজ্ঞাপন


ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রয়টার্সকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে৷

রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এবং দ্বিতীয় কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে মনোবল ফিরিয়ে আনা, যেটা আমার কাছে মনে হচ্ছে তীব্রভাবে কমে গেছে৷'

হাসিনা সরকারের পতন একইসঙ্গে জয়োচ্ছ্বাস এবং সহিংসতা উসকে দিয়েছে৷ হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছেন৷ পাশাপাশি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাধিক ভাস্কর্যও ভেঙ্গে ফেলা হয়েছে৷ সংখ্যালঘুদের বিভিন্ন স্থানেও হামলা হয়েছে বলে টেলিভিশন প্রতিবেদনে দেখা গেছে৷

আরও পড়ুন

সরকারে ‘উপদেষ্টা সহকারী’ হিসেবে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাখাওয়াত হোসেন বলেছেন, কর্তৃপক্ষ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন দেখে ‘গভীরভাবে উদ্বিগ্ন', তবে এরমধ্যে কিছু ঘটনা ‘কিছুটা অতিরঞ্জিত' বলেও মনে করেন তিনি৷

তীব্র জনরোষের মুখে বাংলাদেশের অনেক থানাও সাম্প্রতিক দিনগুলোতে পুলিশ শূন্য হয়ে পড়ে৷ শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ দিনগুলোতে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে৷ সেসময় নিরাপত্তা বাহিনীর বর্বরতার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে৷ এমন পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে পুলিশ৷ সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন৷

‘তাদের ওপর হামলা হচ্ছে, থানায় হামলা করা হচ্ছে৷ তারা এখন কোথায় যাবে?,' বলেন সাখাওয়াত হোসেন৷

ঢাকায় সাদা পোশাকে কিছু পুলিশ কাজে ফিরেছে বলে জানিয়েছে রয়টার্স৷ আর আধাসামরিক বাহিনী বিভিন্ন থানা পাহারা দিচ্ছে৷ -ডয়চে ভেলে

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর