শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ঢাকা

কমপ্লিট শাটডাউন: গণপরিবহন শূন্য মগবাজার-মৌচাক এলাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সকাল থেকে ঢাকার ব্যস্ততম মগবাজার, মৌচাক ও মালিবাগ এলাকা অনেকটাই গণপরিবহন শূন্য অবস্থায় দেখা গেছে। সড়ক দখল করে রয়েছে রিকশা ও সিএনজি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর মগবাজার, মালিবাগ, মৌচাক এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


মগবাজার মোড়ে সাধারণ গণপরিবহনে তেমন দেখা মিলেনি। জরুরি কাজে নিয়োজিত কিছু পরিবহন ছাড়া পুরো সড়ক দখল করে আছে রিকশা ও সিএনজি। সড়কে মানুষের চলাচলও তুলনামূলক কম।

মগবাজার মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা সলিম আলী ঢাকা মেইলকে বলেন, সকাল থেকে বড় গাড়ি নেই। যাত্রীর সংখ্যাও খুবই কম। যারা আসছেন সবই সর্বোচ্চ মৌচাক মালিবাগের যাত্রী।

একই চিত্র মগবাজার ওয়ারলেসে। মহাখালী থেকে মগবাজার ফ্লাইওভার হয়ে কোনো গণপরিবহনের নামতে দেখা যায়নি। মাঝে মধ্যে দুই একটা মোটরসাইকেল ও সিএনজি চলাচল করতে দেখা গেছে।

মৌচাক মোড় দখল করে আছে রিকশা ও সিএনজিতে। অনেকটাই অলস সময় কাটাচ্ছে উভার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো।


বিজ্ঞাপন


আজিম মিয়া নামে এক বাইক চালক বলেন, ‘বড় গাড়ি নাই। যাত্রীর সংখ্যাও কম। জরুরি কাজে বের হওয়া কিছু যাত্রী বাইকে দূর-দূরান্তে যাচ্ছে। তবে রাস্তা বন্ধ থাকার আশঙ্কায় তারা বিকল্প রাস্তায় গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা জানতে চাচ্ছে। 

মালিবাগ রেলগেটে অল্প সংখ্যক যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে মেরুল বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় ওই সড়কে যান শূন্য হয়ে গেছে।

এমএইচ/এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর