শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

২৫০ ডাকাতির ঘটনায় জড়িত চক্রটি, এবারের ঈদে ৭টি!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীতে গরু ব্যাপারিদের বাসে তুলে জিম্মি করে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ২৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে চক্রটি। এবারের ঈদুল আজহায় তারা অন্তত সাতটি ডাকাতির সঙ্গে জড়িত।  

রোববার (২৩ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।


বিজ্ঞাপন


গত ১৬ জুন জামালপুরগামী গরু ব্যাপারির একটি দল বিমানবন্দর থেকে বাসে ওঠে। পরে তারা আব্দুল্লাহপুর গিয়ে ডাকাত দলের কবলে পড়ে। তারা বিষয়টি বুঝতে পারেনি, কারণ সেই ডাকাত দলের সদস্যদের একজন ছিলেন বাসের হেলপার। পরে এ ঘটনায় ভুক্তভোগীরা বিমানবন্দর থানায় মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করেছে ডিবি।

শনিবার (২২ জুন) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় ও ময়মনসিংহের কোতয়ালী থানাধীন চরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. ফয়সাল আহাম্মেদ রিগান (৩০), মো. তারেক মিয়া (৩৫), তানভীর আহম্মেদ অন্তর (২৬), মো. মিলন (২২), মো. জাবেদ ইকবাল ওরফে বাদল (৩২), আব্দুল্লাহ আল মামুন (৩৭), মো. রতন মিয়া (৩৮), মো. সেলিম মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সুমন মিয়া (৩৫)।

হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটির সদস্যদের প্রতি হাটে লোক থাকে। তারাই মূলত খবর দেয় কোন এলাকার গরু ব্যাপারিরা কোন সড়কে বাসে উঠবেন। চক্রটির সদস্য সেই অনুযায়ী বাস রেডি করে কেউ হেলপার ও কেউ যাত্রী বেশে উঠেন। পরে তারা পথে গরু ব্যাপারিদের তুলে এক পর্যায়ে জিম্মি করে ফেলেন।

পুলিশ কর্মকর্তা বলেন, সেদিন গরু ব্যাপারিদের বাসে তুলে হেলপার বাসের দরজা লক করে দেন। আব্দুল্লাহপুর যাওয়ার আগে পাইকারদের কাছ থেকে বাসের ভাড়া চান হেলপার। জামালপুরের রাস্তা অনেক দূর, সে জন্য পাইকাররা পরে ভাড়া দিতে চান। এরপরই বাসের হেলপারসহ আগে থেকে থাকা ডাকাত দলের সদস্যরা পাইকারদের কিল ঘুষি দিয়ে তাদের মুখ বেঁধে ফেলেন এবং তাদের বিভিন্ন হুমকি দিতে থাকেন। এ সময় ডাকাত দল পাইকারদের বলে, তারা যেন তাদের টাকা-পয়সা দিয়ে দেয়। পরে গরু বিক্রি করার যে টাকা পাইকারদের কাছে ছিল তা পুরাটা নিয়ে তাদের রাস্তায় ফেলে দেয় ডাকাত দল।


বিজ্ঞাপন


আরও পড়ুন

১৩ গরু লুটের ঘটনায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

র‌্যাব পরিচয়ে কারখানা শ্রমিকদের বেতনের টাকা লুট

ডিবি প্রধান বলেন, এই ডাকাত দলের নেতৃত্বে রয়েছেন গ্রেফতার বাদল, তারেক ও লিটন নামে আরেক পলাতক ডাকাত। এই চক্রটি এখন পর্যন্ত ২০০ থেকে ২৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা এখন পর্যন্ত ছয় থেকে সাতটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ঈদের আগে খিলক্ষেত এলাকায় চারজনকে গাড়িতে তুলে চক্রটি পাঁচ লাখ টাকা ও দুটি মোবাইল লুট করে নিয়ে যায়। ঈদের ১০ দিন আগে বিমানবন্দর থেকে একজন প্রবাসীকে গাড়িতে তুলে তার রিয়াল-টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতির টাকায় কোরবানি!

ডিবির হারুন বলেন, লুট করা টাকার মধ্য থেকে দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাকাত দলের অন্যতম নেতা মো. জাবেদ ইকবাল ওরফে বাদল এবার ঈদে গরু কোরবানি দিয়েছেন। লুটের টাকার মধ্য থেকে এক লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ডাকাত দলের আরেক নেতা মো. তারেক মিয়া একটি গরু কোরবানি দেন।

হারুন বলেন, তাদের বিরুদ্ধে ঢাকার আশেপাশে অনেক মামলা রয়েছে, সেগুলো তদন্ত করব। মামলাগুলো বিভিন্ন থানাতে হয়েছে। তবে আদালত থেকে তারা কীভাবে জামিন পেয়ে বের হয় সে তথ্য আমরা দিতে পারব না।

তিনি জানান, এই ডাকাত দলের সদস্যরা প্রায়ই ঢাকা ও গাজীপুর রোডে ডাকাতি করে। তারা ঈদুল আজাহাকে কেন্দ্র করে অস্থায়ী গরুর হাটগুলোতে তাদের লোকজন থাকে। তারা গরুর পাইকারদের অনুসরণ করে তাদের গাড়িতে তুলে ডাকাতি করে। এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ সঙ্গে করে টাকা পয়সা নিয়ে যায়, সেখানেও তারা টার্গেট করে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন