রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

১৩ গরু লুটের ঘটনায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১০:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

১৩ গরু লুটের ঘটনায় অস্ত্রসহ মো. নিজাম উদ্দিন প্রকাশ ওরফে নিজাম ডাকাত নামে (৪৮) এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় বন্ধুক (এলজি) উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ জুন) ভোরে ফেনীর দাগনভূঞায় উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

thumbnail_1718872443257

নিজাম ডাকাত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউপির আদর্শনগর এলাকার মৃত ওজি উল্যাহ মাঝির ছেলে।

Messenger_creation_d955ffdb-669d-4abb-9717-3ecacb982078


বিজ্ঞাপন


দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে গ্রেফতার নিজামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

thumbnail_1718872448955

এর আগে, ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামে কোরাইশমুন্সি-ফেনী সড়কের পাশে গড়ে উঠা খাঁন অ্যাগ্রো খামারে গরু প্রতিপালনসহ আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য ২১টি গরু আনা হয়েছিল। সংঘবদ্ধ ২০-২৫ জন দুর্বৃত্ত ৭ জুন শুক্রবার দিবাগত গভীর রাতে মুখোশ পরে নৈশ প্রহরী আহমেদ ও আবদুর রহমানকে মারধরসহ বেঁধে রেখে ১৩টি গরু লুট করে নিয়ে যায়।

Messenger_creation_aaab26aa-668b-4721-8337-35e81d079ce2

লুট করা গরুর দাম প্রায় ২৫ লক্ষাধিক টাকা। গরু লুটের বিষয়ে খাঁন অ্যাগ্রো ফার্মের মালিক মো. দাউদ খাঁন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর