১৩ গরু লুটের ঘটনায় অস্ত্রসহ মো. নিজাম উদ্দিন প্রকাশ ওরফে নিজাম ডাকাত নামে (৪৮) এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় বন্ধুক (এলজি) উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ জুন) ভোরে ফেনীর দাগনভূঞায় উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিজাম ডাকাত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউপির আদর্শনগর এলাকার মৃত ওজি উল্যাহ মাঝির ছেলে।
বিজ্ঞাপন
দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে গ্রেফতার নিজামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামে কোরাইশমুন্সি-ফেনী সড়কের পাশে গড়ে উঠা খাঁন অ্যাগ্রো খামারে গরু প্রতিপালনসহ আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য ২১টি গরু আনা হয়েছিল। সংঘবদ্ধ ২০-২৫ জন দুর্বৃত্ত ৭ জুন শুক্রবার দিবাগত গভীর রাতে মুখোশ পরে নৈশ প্রহরী আহমেদ ও আবদুর রহমানকে মারধরসহ বেঁধে রেখে ১৩টি গরু লুট করে নিয়ে যায়।
লুট করা গরুর দাম প্রায় ২৫ লক্ষাধিক টাকা। গরু লুটের বিষয়ে খাঁন অ্যাগ্রো ফার্মের মালিক মো. দাউদ খাঁন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
প্রতিনিধি/এসএস