নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি (শুটার)-সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গত ১০ মে হত্যার শিকার হন কামাল। ঘটনার সাত দিন পর জড়িতদের গ্রেফতার করা হলো।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- শুটার সাজেদুল মল্লিক (২৫), পাভেল শেখ (২৮), মামুন মোল্যা (২৬) ও রহমত উল্লাহ শেখ (১৯)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ এবং নড়াইল থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৭ মে) সকালে র্যাব সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাতে জানানো হয়, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, গত ১০ মে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে এবং এলোপাথারি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যান।
এই হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে র্যাব।
এমআইকে/জেবি